যাদের বেতন (Hold) করা হয়ঃ

যারা গত মাসে ফুল ডিউটি করেছে কিন্ত বর্তমান মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে এক বা এর অধিক দিন এ্যাবসেন্ট করেছে তবে তারা বর্তমান মাসে ডিউটি করছে তাদের বেতন Hold করা হয়, তবে কয়েক দিনে পর বেতন দিয়ে দেয়া হয় ।

Lefty Employee কারা ?

যারা ডিউটি করতে করতে কয়েকদিন ডিউটি করার পর কর্মস্থল ছেরে চলে যায় তাদের Lefty Employee বলা হয় ।

Resign Employee কারা ?

যারা একমাস ডিউটি করে Resign দিয়ে চল যায় ।